১৪ বছর কারাবাসের পর দেশে ফিরলেন ২ নারী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/12/photo-1426156660.jpg)
১৪ বছরের বেশি সময় ভারতের কারাগারে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশি দুই নারী। গতকাল বুধবার রাতে বেনাপোল তল্লাশি চৌকিতে বাংলাদেশের পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে ভারতের পুলিশ।
ওই দুজনের বাড়ি খুলনা ও মেহেরপুর জেলায়। রাতেই তাঁদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল তল্লাশি চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ইমিগ্রেশন) আসলাম খান জানান, দালালের খপ্পরে পড়ে ২০০০ সালে অবৈধ পথে ভারতে পাড়ি দেন ওই দুই নারী। ভারতের উত্তর প্রদেশ এলাকায় বাসায় কাজ করার সময় সেখানকার পুলিশ তাঁদের আটক করে রাজ্যটির কেন্দ্রীয় কারাগারে পাঠায়।
আসলাম খান বলেন, ভারতে কারাভোগ শেষে তাঁদের ফেরত আনার ব্যাপারে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে চিঠি চালাচালি হয়। একপর্যায়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ভ্রমণ অনুমতির মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। গতকাল রাতে ভারতের ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।