মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি টাক্কাবালীর মৃত্যু
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ার এমদাদুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্থানীয়ভাবে ‘টাক্কাবালী’ নামে পরিচিত ছিলেন।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাক্কাবালী মারা যান।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জানান, টাক্কাবালীর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ৭ জানুয়ারি থেকে তিনি কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টাক্কাবালীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ৬ জানুয়ারি তাঁকে রাজধানীর কাফরুল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক