৩০০ বছরের পুরোনো গাছ কাটার সিদ্ধান্ত, প্রতিবাদে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/26/photo-1453815549.jpg)
ঝিনাইদহ–চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী ৩০০ বছরের পুরোনো কড়ইগাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহে শহরের পায়রা চত্বরে এই মানববন্ধন কর্মসুচি পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)।
ঝিনাইদহ জেলা জাসদের সভাপতি মুন্সি এমদাদুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সরাফত হোসেন, মনিরুজ্জামান মানিক, জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা পরিষদের বর্তমান প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারীরা সড়কের মুল্যবান গাছ কাটার উৎসব শুরু করেছেন। একসনা ইজারা বন্দোবস্ত দেওয়ার নামে জেলার বিভিন্ন সড়ক মহাসড়কের জায়গা দখল করা হচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ অফিস, মোবারকগঞ্জ চিনিকলসহ স্কুল-কলেজের সামনের জায়গা দখল করা হচ্ছে। নির্মাণ করা হচ্ছে পাকা দোকান-পাট ও মার্কেট। জাসদ নেতারা এর জন্য সরকারি দলের স্থানীয় কয়েকজন নেতাকে দায়ী করে তাঁদের বিচার ও শাস্তির দাবি জানান। মহাসড়কের পাশের গাছ কাটা হলে যেকোনো মূল্যে তা প্রতিহত করার ঘোষণাও দেওয়া হয় সমাবেশ থেকে।
জেলা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির পক্ষ থেকেও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দিয়ে লুটপাটসহ গাছ কাটা বন্ধের আহ্বান জানানো হয়েছে।