দেখাইলেন মুরগি, খাওয়াইলেন ডিম : হাজি সেলিম
সংসদ সদস্যদের (এমপি) জন্য বিশেষ বরাদ্দের টাকার হিসাব চাইলেন স্বতন্ত্র সদস্য হাজি মো. সেলিম। আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কাছে এ হিসাব চান তিনি।
তবে এর উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে চলে যান মন্ত্রী।
ঢাকা সিটির রাস্তার বেহাল অবস্থা তুলে ধরে হাজি সেলিম আরো বলেন, আওয়ামী লীগ সরকারের বিগত আমলে প্রশাসকরাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন চালিয়েছেন। এরপর সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে। আজ নয় মাস অতিবাহিত হচ্ছে কিন্তু এখনো সিটি করপোরেশনের রাস্তাঘাটের বেহাল দশা।
সংসদ সদস্য হাজি সেলিম বলেন, ‘দেশের মানুষ সবাই জানে এমপিদের নামে ২০ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া আছে রাস্তাঘাট সংস্কারে। কিন্তু দিলেন কই? মাননীয় মন্ত্রী দেখাইলেন মুরগি, খাওয়াইলেন ডিম, এই দিয়ে কী করমু?’
জবাবে মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে চলে। আপনি যদি সিটি করপোরেশনের উন্নয়ন চান, রাজস্ব বাড়াতে চান, তাহলে সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে বসুন, ট্যাক্স বাড়াতে চাইলে বাড়ান। এ জন্য সরকারের যে যে সহযোগিতা করার প্রয়োজন করবে। আর যদি মনে করেন সিটি করপোরেশনের সব দায়িত্ব সরকারের তাহলে তো সিটি করপোরেশনের অস্তিত্বই থাকে না।’