ঝালকাঠি বিএনপির সহসভাপতিসহ গ্রেপ্তার ৪
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় জেলা বিএনপির সহসভাপতি ওয়ারেছ আলী খানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেছ পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে ১৮ জনকে আসামি করে সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদল ফকির এ মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মণি চাকমা জানান, মামলার প্রধান আসামি ওয়ারেচ আলী খান ও তাঁর ছেলে আনিছুর রহমান খান, পোনাবালিয়া ইউপি সদস্য শওকত হোসেন বাদল ও হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গত বুধবার গভীর রাতে পোনাবালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা রেকর্ড বই, খাজনা আদায়ের দাখিলা, ডিসিআর বইসহ আসবাব পুড়ে ছাই হয়ে যায়।