খালেদা জিয়া মিথ্যাচার করেছেন : হানিফ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘নির্লজ্জ মিথ্যাচার’ করেছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়া জানান। তিনি বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দেন।
এর আগে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
হানিফ বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, মানুষের নাকি কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের নাকি স্বাধীনতা নেই। খালেদা জিয়া ফেরারি আসামি হিসেবে বর্তমানে জাতির কাছে চিহ্নিত, উনি ওয়ারেন্টভুক্ত আসামি। একজন ফেরারি আসামি সাংবাদিকদের সামনে, একজন খুনি, জঙ্গিনেত্রী উনি সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করার মধ্য দিয়ে প্রমাণ... । এরপরও উনি বলেন, সংবাদমাধ্যমের নাকি স্বাধীনতা নেই। এর চেয়ে নির্লজ্জ মিথ্যাচার আর কী হতে পারে?’
‘হত্যাকারীদের সাথে সংলাপ নয়, হত্যাকারীদের বিচার করে চলমান পরিস্থিতি স্বাভাবিক করা হবে।’ যোগ করেন আওয়ামী লীগের এই নেতা।
আওয়ামী লীগের অংসখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে দাবি করে হানিফ বলেন, ‘বিএনপির ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জামায়াত।’ খালেদা জিয়াই ভোটের অধিকার কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ‘যৌক্তিক পরিণতিতে না পৌঁছানো’ পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনসহ তিন দফা দাবি পেশ করেন তিনি।
গত ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সমাবেশের অনুমতি না পাওয়ায় পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেন খালেদা জিয়া। সেই সময় থেকেই গুলশানে নিজের কার্যালয়ে রয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক