দৈনিক ঈশান সম্পাদকের ইন্তেকাল
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ঈশান সম্পাদক এ কে এম শাহজাহান আজ মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
আগামীকাল বুধবার বাদ জোহর নগরীর কদম মোবারক শাহী জামে মসজিদ মাঠে জানাজা শেষে এ কে এম শাহজাহানকে কদম মোবারক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। এর আগে কাল সকাল ১০টায় তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা-বরকল হাইস্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
এ কে এম শাহজাহান সংবাদপত্র জগতের সঙ্গে যুক্ত হওয়ার আগে আশির দশকের শুরুতে দীর্ঘদিন সৌদি সরকারের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একজন প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯১ সালে তিনি চট্টগ্রাম থেকে দৈনিক ঈশান পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটির প্রকাশের পর বৃহত্তর চট্টগ্রামে আলোড়ন সৃষ্টি হয়। একই সঙ্গে তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম