স্বাবলম্বী হতে কৃষকদের বিনামূল্যে ভেড়া
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/11/photo-1455208095.jpg)
বান্দরবানে আজ বৃহস্পতিবার জেলা পরিষদ প্রাঙ্গণে দরিদ্র কৃষকদের মাঝে ভেড়া বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। ছবি : এনটিভি
স্বাবলম্বী করে তুলতে বান্দরবানের দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে ভেড়া বিতরণ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর ও জেলা পরিষদ।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে কৃষকদের সঙ্গে মতবিনিময়ের পর তাদের হাতে ভেড়া তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
এ সময় মন্ত্রী বলেন, পার্বত্য এলাকা ভেড়া পালনের উপযোগী। তাই দরিদ্র কৃষকদের স্বাবলম্বী করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিনামূল্যে ভেড়া বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ২০টি পরিবারকে তিনটি করে ৬০টি ভেড়া বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরো ১২০ পরিবারকে ভেড়া বিতরণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রালয়ের সচিব মাকসুদুল হাসান খান ও মহাপরিচালক অজয় রায়।