মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে সংবাদ পাঠক ফোরাম ঠাকুরগাঁও।
এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু, একুশে টিভির জেলা প্রতিনিধি এস এম জসিম উদ্দীন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, জেলা আদিবাসী পরিষদের সভাপতি সূর্য মরমু প্রমুখ। এ ছাড়া নাট্যকর্মী, সাংস্কৃতিককর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্থানীয় জনসাধারণ মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে করা মামলাগুলোকে হয়রানিমূলক ও মিথ্যা আখ্যায়িত করে বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।