নিখোঁজের দেড় মাস পর লাশ মিলল সেপটিক ট্যাংকে
প্রায় দেড় মাস নিখোঁজ থাকার পর খোঁজ পাওয়া গেছে খুলনার ইব্রাহিম বিশ্বাস (২২) নামের এক যুবকের। তবে জীবিত অবস্থায় নয় বরং গলিত লাশ উদ্ধার করা হয়েছে তাঁর।
আজ বুধবার খুলনা ফুলতলা উপজেলার দামোদর কারিগরপাড়া বায়তুর রহমত জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে মিল শ্রমিক ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুরের দিকে বায়তুর রহমত জামে মসজিদ সংলগ্ন মাঠে ক্রিকেট খেলছিলেন এলাকার কিছু তরুণ। হঠাৎ তাঁদের খেলার বলটি মসজিদের সেপটিক ট্যাংকের পাশে গিয়ে পড়ে।সেটি আনতে গিয়ে ট্যাংকের খোলা জায়গা থেকে বেশ দুর্গন্ধ পান ওই তরুণদের কয়েকজন। ভালো করে খেয়াল করে ট্যাংকের ভেতর প্যান্ট পরা মানুষের দেহ দেখতে পান তাঁরা।
বিষয়টি প্রথমে এলাকাবাসীকে জানানো হয়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। বিকেলে ট্যাংকের ভেতর থেকে একটি গলিত লাশ উদ্ধার করেন ফুলতলা থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল দত্ত।
পুলিশের এই উপপরিদর্শক জানান, লাশের পরনে প্যান্ট ও পায়ের স্যান্ডেল দেখে ইব্রাহিমের মা আবেদা বেগম (৪০) লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইব্রাহিমের ছোট ভাই মো. আব্দুল্লাহ বিশ্বাস (১৮) জানান, গত বছরের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাঁর ভাই বাড়ি থেকে বের হন। তারপর থেকে ইব্রাহিমের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, ইব্রাহিম পেশায় স্থানীয় সুপার জুট মিলের শ্রমিক হলেও তিনি ছিলেন মনিরুল বাহিনীর সক্রিয় ক্যাডার। অবশ্য এক বন্দুকযুদ্ধে নিহত হয় মনিরুল। এরপর বাহিনীর ক্যাডাররা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে জড়িয়ে পড়ে। এই বিরোধের জের ধরে ইব্রাহিমকে খুন করে তাঁর লাশ গুমের জন্য মসজিদের সেপটিক ট্যাংকে ফেলা হতে পারে বলে ধারণা করছে তারা।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা