হাতি দেখানোর নাম করে শিশু অপহরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/18/photo-1455787429.jpg)
কুমিল্লার চান্দিনায় হাতি দেখানোর নাম করে এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ১০ ঘণ্টার মাথায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী সন্দেহে একজনকে আটক করা হয়।
অপহৃত এখলাছুর রহমান (৯) চান্দিনার পূর্ব বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা অটোরিকশাচালক মো. ইকবাল হোসেন চান্দিনা পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে একটি ভাড়া বাসায় থাকেন।
এ ঘটনায় আটক ইয়াছিন দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের বাসিন্দা।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গতকাল বুধবার বেলা ১১টায় চান্দিনার পল্লীবিদ্যুৎ কার্যালয়ের কাছের মোকামবাড়ী এলাকা থেকে এখলাছুর রহমানকে অপহরণ করা হয়। পরে রাত ৯টার দিকে বনকুট গ্রামে শিশুটির চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী তাকে নিজেদের কাছে নেয় এবং পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং এ ঘটনা জড়িত সন্দেহে ইয়াছিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের চান্দিনা থানায় হস্তান্তর করা হয়।
ওসি আরো জানান, শিশুটির পাঠ্যবইয়ে তার বাবার ফোন নম্বর থাকায় দ্রুত পরিবারকে সংবাদ দেয় এলাকাবাসী।
অপহৃত এখলাছের বাবা ইকবাল হোসেন বলেন, ‘বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আমার ছেলে নিখোঁজ হয়। সন্ধ্যার দিকে একটি অপরিচিত মোবাইল ফোনে থেকে আমাকে কল করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং ফোনটি কেটে দেয়। ফোনটি এসেছিল নরসিংদী থেকে। পরে যোগাযোগ করতে পারিনি।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে শিশুটির বাবা ইকবাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।