মুন্সীগঞ্জে পুলিশ প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে জেলা পুলিশ লাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপমহাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী শম্ভু আচার্য্য, বিশিষ্ট নাট্যকার নাদের চৌধুরী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, হরহঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন ব্যানার্জি, সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, চিত্রশিল্পী সেন্টু সরকার, চিত্রশিল্পী বিন্দু সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।