নেত্রকোনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে একটি নবজাতক চুরি হয়েছে। আজ সোমবার সকালে হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অপহরণ মামলা করেছেন নবজাতকের নানি।
নবজাতকের মা ও রৌহা ইউনিয়নের তেলিগাতী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী সাথী আক্তার অভিযোগ করেন, হাসপাতালে ভর্তির পর লেবার ওয়ার্ডে খালি বিছানা না পেয়ে তিনি মেঝেতেই তাঁর মাসহ অবস্থান করছিলেন। গতকাল রোববার রাতে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। সকাল সোয়া ৯টার দিকে ওয়ার্ড পরিষ্কার করা হবে এবং চিকিৎসক আসবে জানিয়ে রোগীদের স্বজনকে বাইরে যেতে বলে দায়িত্বরত সেবিকা ও আয়া। এ কারণে তাঁর মা ওয়ার্ডের বাইরে যান। কিছুক্ষণ পর বোরখা পরা এক নারী ওয়ার্ডের ভেতরে আয়া ও নার্সদের সাথে কথা বলতে থাকেন। কিছুক্ষণ পর ওই নারী তাঁর নবজাতককে নানির কাছে নিয়ে যাবেন বলে জানান। সেবিকা ও আয়াদের পরিচিত বা আত্মীয় ভেবে শিশুকে ওই নারীর কাছে দিয়ে দেন সাথী। এর কিছুক্ষণ পর সাথীর মা ওয়ার্ডের ভেতরে ঢুকে দেখেন বিছানায় তাঁর নাতি নেই। এরপর খোঁজ করেও ওই নারী বা শিশুর কোনো হদিস পাননি তাঁরা।
জেলার সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার জানান, শিশুটিকে উদ্ধারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। এ ঘটনায় হাসপাতালের কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে গাইনি কনসালটেন্ট ডা. রঞ্জন কুমার কর্মকারকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন ডা. জীবন কৃষ্ণ সরকার ও ডা. হাবিবুর রহমান লাভলু। তাঁদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সদ্য জন্ম নেওয়া প্রথম সন্তানকে হারিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সাথী। শিশুটিকে উদ্ধার এবং জড়িতদের শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ করেছেন সাথীর স্বজনরা।
হাসপাতাল থেকে চুরি হওয়ার ঘটনায় নবজাতকের নানি রীনা আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে আজ সোমবার বিকেলে নেত্রকোনা মডেল থানায় অপহরণ মামলা করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, শিশুটি উদ্ধারে কয়েকটি দল কাজ করছে।