ভৈরব পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই উপলক্ষে ভৈরব পৌর কর্তৃপক্ষ বরণ এবং উপজেলা আওয়ামী লীগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দুপুর ১২টার দিকে মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ১২টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা চত্বরে প্রবেশ করলে তাঁদের লালগালিচা ও ফুলের পাপড়ি ছিটিয়ে ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় বরণ অনুষ্ঠান। এ সময় মঞ্চে বসা মেয়র ও কাউন্সিলরদের সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী বাদশা মোহাম্মদ আলমগীর।
ভৈরব প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাঁদের ফুলেল অভিনন্দন জানান।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া, শিক্ষানুরাগী হাজি মো. রফিকুল ইসলাম, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ মো. হুমায়ুন কবীর প্রমুখসহ বিপুল দর্শক ওই বরণ অনুষ্ঠান উপভোগ করে।
এর আগে বেলা ১১টার দিকে নব-নির্বাচিত মেয়রের মঙ্গল কামনা করে উপজেলা আওয়ামী লীগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। ভৈরব বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই মিলাদ মাহফিলে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মোস্তাফিজ আমিন, ভৈরব