পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে পুড়ল ১০ দোকান
পঞ্চগড়ের বোদা উপজেলার গড়েরডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে।
আজ মঙ্গলবার দুপুরে ওই বাজারের একটি মুদির দোকানে এ আগুনের সূত্রপাত হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস পরিদর্শক আব্দুল মালেক বলেন, দুপুরে ওই বাজারের সেলিমের মুদির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাজারের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। ফায়ার সার্ভিস সময়মতো আসায় অন্যান্য দোকানগুলো আগুনের হাত থেকে রক্ষা পায়।