নারী দিবস সামনে রেখে বাগেরহাটে মানববন্ধন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রোববার বাগেরহাটে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি : এনটিভি
‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সকালে শহরের শালতলা মোড়ে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, জেলা তথ্য কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারসহ অন্যরা।
বক্তারা তাঁদের বক্তব্যে নারীদের প্রতি সব ক্ষেত্রে বৈষম্য দূর করার আহ্বান জানান।

রবিউল ইসলাম, বাগেরহাট