শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারে মানববন্ধন
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক সুশান্ত চাকমা সরকারি উচ্চ বিদ্যালয়ে টানা ৩০ বছর নিষ্ঠার সাথে শিক্ষকতা করে আসছেন। সম্প্রতি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক আদেশে তাঁকে বান্দরবান জেলার রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়।
মানববন্ধনে ছাত্রী ও অভিভাবকরা বলেন, বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষকের সংকট রয়েছে। এর মধ্যে অভিজ্ঞ প্রবীণ শিক্ষক সুশান্ত চাকমাকে বদলি করা হলে পাঠদান চরমভাবে বিঘ্নিত হবে।
স্মারকলিপিতে বলা হয়, আগামী বছরের জুলাই মাস থেকে সুশান্ত চাকমার অবসর গ্রহণের ছুটি (পিআরএল) শুরু হবে। তাই বয়োবৃদ্ধ এই শিক্ষককে নিজ এলাকা থেকে বদলি করা অমানবিক হবে।