খাগড়াছড়িতে আ. লীগের দু পক্ষের সংঘর্ষে আহত ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/14/photo-1457916403.jpg)
খাগড়াছড়িতে সংঘর্ষে আহত ব্যক্তিদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : এনটিভি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
গতকাল রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আরিফ হোসেন, আবু হানিফ, জামাল হোসেন, নাইম ইসলাম ও হামিদা বেগম।
আহত চারজনকে খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গুরুতর আহত নাইম ইসলামকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভুঁইয়া জানান, চোর ধরাকে কেন্দ্র করে গতকাল দুপুর দেড়টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে তা ছড়িয়ে পড়ে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে।
ওসি আরো জানান, এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।