কালীগঞ্জে এমপির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/14/photo-1457964260.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মাসুদুর রহমান মন্টু।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন মন্টু।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু জানান, এবার তিনি দলীয় মনোনয়ন চাননি। কারণ গত নির্বাচনে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই এবার তিনি স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মন্টু অভিযোগ করে বলেন, ‘সংসদ সদস্য সরাসরি নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী মোকসেদ আলীর পক্ষ নিয়ে আমার সমর্থক ও নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি-ধমকি দিচ্ছেন। তারা প্রচারে বাধা দিচ্ছে। নানাভাবে আমার সমর্থকদের হয়রানি করছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েও কোনো ফল হচ্ছে না।’
সংবাদ সম্মেলনে মন্টু আরো অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারার জন্য ভোটারদের চাপ সৃষ্টি করছেন। এতে ভোটের পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। ভূষণ মাধ্যমিক বিদ্যালয় ও কালীগঞ্জ শিশু একাডেমি কেন্দ্রের ভোট কেটে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমার এজেন্টদের নির্বাচনী কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও এখনি হুমকি দেওয়া হচ্ছে।
স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সব ভোটকেন্দ্রে একজন করে নিবার্হী ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবি মোতায়েন করার দাবি জানান। সেইসঙ্গে গ্রহণযোগ্য প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগের জন্যও রির্টানিং কর্মকর্তার কাছে দাবি জানান তিনি।
তবে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এইমাত্র মন্টুর সংবাদ সম্মেলনের কথা শুনেছি। দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে মন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর থেকেই তিনি নির্বাচন নিয়ে এবং আমার সম্পর্কে নানা মিথ্যা অভিযোগ করছেন। আমার বিরুদ্ধে এসব অভিযোগ আদৌ সত্য নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই এসব করা হচ্ছে।’
সংসদ সদস্য আরো বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যা যা সহযোগিতা করার দরকার আমার পক্ষ থেকে সবই করা হবে।
আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে কালীগঞ্জ পৌরসভার নির্বাচন। মোট ১৯টি কেন্দ্রে ভোট হবে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মেয়র পদে লড়ছেন।