বগুড়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১
বগুড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার চালানোর সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। হতাহতরা সবাই আ.লীগের সমর্থক।
গতকাল সোমবার রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল হিন্দুপাড়ার পাশে জামতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহতাব আলী। তিনি আ.লীগ মনোনীত প্রার্থী আবদুল গফুরের ভাগ্নে এবং শিবগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক।
আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, গতকাল রাতে গণসংযোগ চালাতে গিয়ে আ.লীগ-বিএনপির কর্মী-সমর্থকরা মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ খবর পেয়ে আশপাশের এলাকার বিএনপির সমর্থকরা গিয়ে আ.লীগ সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হন।
ওসি আরো জানান, এরপর সংঘর্ষে হতাহতের খবর পেয়ে আ.লীগের সমর্থকরা জামতলা বাজারে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ওবাইদুল ইসলামের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালায়।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
ময়নাতদন্তের জন্য লাশ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।