কোটচাঁদপুরের ভোটে জামায়াত ‘ফ্যাক্টর’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/21/photo-1458564706.jpg)
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে কাল মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
গত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ উপজেলায় নির্বাচনবিরোধীরা ব্যাপক তাণ্ডব চালিয়েছিল। জামায়াতে ইসলামীর শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত এ এলাকা। ফলে এ উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীরা খানিকটা চাপের মুখে পড়েছেন।
কারণ দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে না পারলেও জামায়াত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। উপজেলার পাঁচ ইউপির বর্তমান চেয়ারম্যানদের মধ্যে চারজনই জামায়াতের। ফলে এবারের নির্বাচনে জামায়াত একটি বড় ফ্যাক্টর হবে বলে মনে করছেন ভোটাররা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এনটিভি অনলাইনকে জানান, গতকাল রোববার জেলার কালীগঞ্জ পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এতে করে স্বস্তিতে রয়েছেন তারা। ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে আজ সোমবার বিকেল পর্যন্ত পাঁচ ইউনিয়নের ৪৯টি কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ২২ জন, সাধারণ সদস্য পদে ১৬২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন ৫১ জন প্রার্থী।
পাঁচ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ১৯৯ জন। এ উপজেলার সবগুলো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ২০ জন পুলিশ ও আনসার সদস্য। সেই সঙ্গে থাকছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।