মাদারীপুরে ১৬ ইউপিতে আ. লীগ জয়ী
মাদারীপুরের শিবচর উপজেলার ১৬ ইউনিয়নের ১০টিতেই বিনা ভোটে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকী ৬টি ইউনিয়নেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে এগুলোর ক্ষেত্রে কেন্দ্র দখল, ভোট কারচুরি, জাল ভোট প্রদান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শিবচর উপজেলার মাদবরচর, কুতুবপুর, কাদিরপুর, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী, শিরুয়াইল, ভান্ডারীকান্দি, দত্তপাড়া ও বন্দরখোলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নগুলোয় সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হয়েছে। বাকি ৬টি ইউনিয়ন পাঁচ্চর, চরজানাজাত, দ্বিতীয়াখন্ড, বাঁশকান্দি, শিবচর ও কাঁঠালবাড়ি ইউনিয়নে সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এগুলোতেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন ও ১৬টি ইউনিয়নে মেম্বার পদে ৫৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৪৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ৭৯ হাজার ৪২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।