পাবনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পাবনার সাঁথিয়ায় আলোচিত এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামিকে ১৮ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে বেড়ার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড থেকে আসামি হাফিজুর রহমানকে (২২) গ্রেপ্তার করা হয়। হাফিজুরের বাড়ি সাঁথিয়ার পুন্ডুরিয়া গ্রামে।
সাঁথিয়া থানার পুলিশ জানায়, ঘটনার পর থেকে প্রধান দুই আসামি পলাতক ছিল। আজ বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে ঢাকা থেকে বাসে করে হাফিজুর রহমান বাড়িতে আসছে। এ সংবাদে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামসহ ১০-১২ জনের একদল পুলিশ বেড়া সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে আসামি ধরতে ওত পেতে থাকে। ভোর রাতে হাফিজুর বাস থেকে নামামাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়।
গত ১৪ মার্চ দিবাগত রাতে রাতে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নে পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীকে (২১) এলাকার চিহ্নিত সন্ত্রাসী ফরিদ, হাফিজুর, আদেল ও ফজলু অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে পাশের খালে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে ধর্ষকরা তাঁকে ফেলে চলে যায়। রাত ১০টার দিকে লোকজন মেয়েটির গোঙানির শব্দ শুনে তাঁকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে পাবনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এ ঘটনায় দেশ ও দেশের বাইরে প্রতিবাদের ঝড় ওঠে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় উল্লিখিতদের আসামি করে একটি ধর্ষণ মামলা করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ প্রধান আসামি হাফিজুরকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও শিগগির গ্রেপ্তার করা সম্ভব হবে।