মানিকছড়ি থেকে রাজমিস্ত্রি অপহৃত, আটক ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/01/photo-1459531595.jpg)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার থানা সংলগ্ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজে নিয়োজিত রাজমিস্ত্রি মো. রেজাউল করিমকে (৩২) আজ শুক্রবার বিকেলে অপহরণ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজ সম্প্রতি শুরু করে ঢাকার ‘এম মাহামুদুন নবী’ ঠিকাদারি প্রতিষ্ঠান। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে রাজমিস্ত্রি মো. রেজাউল করিমকে (৩২) একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে (চট্ট মেট্রো-চ- ১১-২৮২৩) উঠিয়ে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশের একাধিক দল অপহরণকারীদের ধরতে ধাওয়া করে। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে জালিয়াপাড়ার পুলিশ বিটে মাইক্রোবাসটি আটক করা হয়।
এ সময় পুলিশ অপহৃত মো. রেজাউল করিমকে (৩২) উদ্ধার করে। আটক করা হয় অপহরণকারী দলের সদস্য কাউছার হোসেন (২০), মাঈন উদ্দীন (২৪), বদরুল আলম (২৮) ও মো. আলমগীর হোসেনকে (৩০)। তাঁদের সবার বাড়ি খাগড়াছড়ির শালবন এলাকায়। একই সঙ্গে আটক করা হয় গোলাবাড়ির মাইক্রোবাস চালক মংচাই মারমাকে (৩৫)। পরে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আটক ব্যক্তিদের থানায় নিয়ে যান।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন কবির জানান, ঠিকাদারের প্রতিনিধি অপহরণের খবর পেয়ে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে আটক করে। টেন্ডার সংক্রান্ত মতবিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।