শরীয়তপুরে দুটি মামলায় মাহফুজ আনামের জামিন
শরীয়তপুরে আওয়ামী লীগ নেতাদের দায়ের করা দুটি মানহানির মামলায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জামিন পেয়েছেন।
আজ সোমবার মাহফুজ আনাম আইনজীবীদের নিয়ে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজিরা দিতে আসেন। আইনজীবীরা জামিনের আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
গত ১৪ ফেব্রুয়ারি মামলা দুটি করেছেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমীন কোতোয়াল ও আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম মিঠু কোতোয়াল।
শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আমলি আদালতের জেষ্ঠ বিচারিক হাকিম মোরশেদ আল মামুন মামলা আমলে নিয়ে মাহফুজ আনামকে আদালতে স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করার নির্দেশ দিয়েছিলেন।
আজ আদালতে মাহফুজ আনামের পক্ষে মামলা পরিচালনা করেন চৈতন্য চন্দ্র হালদার ও আজিজুর রহমান রোকন। বাদীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।