শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেলে উপজেলার চৌডালা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আয়েশা সিদ্দিকার স্বামী আপেল মাহমুদকে আটক করেছে পুলিশ।
এর আগে আয়েশা সিদ্দিকা তাঁর পাঁচ বছরের মেয়ে রায়েশাকে হত্যা করেন বলে জানিয়েছে করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা জানান, বেসরকারি ঋণ দান সংস্থা আশার চৌডালা শাখার কর্মচারী আপেল মাহমুদ সকালে অফিসে যান। দুপুর ১টার দিকে বাড়ি ফিরে এসে তিনি আধা ঘণ্টারও বেশি সময় দরজায় কড়া নাড়েন।
কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আপেল এলাকাবাসী ও তাঁর অফিসের সহকর্মীদের খবর দেন। দুপুর ২টার দিকে বিকল্প পথে বাড়িতে ঢুকে দেখতে পান আয়েশা সিদ্দিকা শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। মেয়ে রায়েশার লাশও আয়েশার পাশে পড়ে ছিল।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আপেল মাহমুদকে পুলিশ আটক করেছে।
এদিকে আপেল মাহমুদের দাবি, আয়েশা সিদ্দিকা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মাঝেমধ্যেই তাঁর মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যেত।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ