ভয় নেই, বাড়ি ফিরে আসুন : শিখর

‘ভয় নেই, বাড়ি ফিরে আসুন, পুলিশ কোনো নিরীহ মানুষকে হয়রানি করবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।’
মাগুরায় নির্বাচন পরবর্তী সংহিসতার পর আঠারখাদা ইউনিয়নের মাধবপুর স্কুল মাঠে আজ সোমবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর ঘরছাড়া ব্যক্তিদের ঘরে ফিরে আসার আহ্বান জানান। সবাই যাতে নির্বিঘ্নে সহ-অবস্থানে শান্তির সঙ্গে বসবাস করতে পারে সে জন্য পুলিশ প্রশাসনকে তাদের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী এবং মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী শান্তি সমাবেশে অংশ নেয়।
গত ৩১ মার্চ আঠারখাদা ইউপি নির্বাচনে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী সঞ্জীবন বিশ্বাসের নেতত্বে পরাজিত স্বতন্ত্র প্রার্থী অমরেশ বিশ্বাস ও তাঁর সমর্থকদের মারপিট, বাড়িঘর ভাঙচুর, মামলা, হামলা এবং পুলিশের ধরপাকড়ের ভয়ে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে অনত্র পালিয়ে বেড়াচ্ছে।