একই অঞ্চলে সংরক্ষিত পদে তিন বোনের লড়াই

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত মহিলা পদে একই অঞ্চল থেকে লড়াইয়ে নেমেছেন তিন বোন। জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ অঞ্চল।
তিন বোন হলেন—রাশিদা বেগম, তাঁর ছোট বোন ওসনাই বেগম ও হুনোফা বেগম।
আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফায় চরগোয়ালিনী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওসনাই ও হনুফার আর্থিক অবস্থা কিছুটা খারাপ হলেও বড় বোন রাশিদার অবস্থা বেশ ভালো। গত ইউপি নির্বাচনে মেজো ওসনাই বেগম নির্বাচনে অংশ নিয়ে হেরে গিয়েছিলেন। নির্বাচন করতে গিয়ে নিজের জমি-জমাও বিক্রি করেছিলেন বড় বোনের কাছে। এবার তিনি দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছেন। তাঁর সঙ্গে প্রার্থী হয়েছেন ছোট বোন হুনোফা বেগমও।
তিন বোনই কর্মী-সমর্থকদের নিয়ে এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।