মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, আহত ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/01/photo-1462079821.jpg)
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহ্জাহান মোল্লার কর্মীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন আহত হয়েছেন।
দুর্বৃত্তরা শাহজাহানের নির্বাচনী ক্যাম্প ও ১৫টি দোকান ভাঙচুর করেছে।
গতকাল শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আমিনুর ও প্লাবন। তাঁদের মধ্যে আমিনুরকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোহসিন মিয়ার কর্মীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ্জাহান মোল্লার দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ ছাড়া সারিস্তাবাদ নতুন বাজার এলাকায় শাহ্জাহান মোল্লার সমর্থকদের ১৫টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন মোহসিন মিয়ার কর্মীরা।
ওই হামলার প্রতিবাদ করলে আমিনুর, প্লাবনসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে মোহসিনের কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে পাইকপাড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান মোল্লা বলেন, ‘আমার কর্মীদের ওপর হামলা করে আতঙ্ক সৃষ্টি করেছে। মোহসিন মিয়া প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমাকে দেশ ছেড়ে যাওয়ারও হুমকি দিয়েছে।’
পাইকপাড়া আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি মোতালেব মাতুব্বর বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জনপ্রিয়তা নেই। তাই ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য হামলা করেছে।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভয়ের কারণ নেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।