কালকিনিতে নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, নৌকায় আগুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/05/photo-1462445812.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর এবং পাঁচটি স্থানে নৌকা প্রতীকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পরে হামলা চালায়। এ ঘটনায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাহেবরামপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান সেলিম অভিযোগ করে বলেন, নৌকার গণজোয়ার দেখে নির্বাচন বানচালের জন্য স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লা প্রথমে একটি মার্ডারের ঘটনা ঘটিয়ে আমার লোকজনদের হয়রানি করছে। কিন্তু তাতেও নৌকার গণজোয়ার না থামায় আমার সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসী দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুরসহ কয়েকটি স্থানে নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।