আ. লীগ প্রার্থী ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/05/photo-1462450153.jpg)
মাদারীপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র এক চেয়ারম্যান পদপ্রার্থী।
আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান মিলন সরদার এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মিলন সরদার অভিযোগ করেন, আলীনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহীদ পারভেজ হাওলাদার এলাকায় বহিরাগতের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যার ফলে এলাকার ভোটারদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
মিলন সরদার আরো বলেন, এ ছাড়া বিভিন্ন সময় আমার সমর্থকদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয় একাধিকবার প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আগামী ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এ চেয়ারম্যান পদপ্রার্থী।