চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িঘরে হামলা, লুট
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/06/photo-1462547342.jpg)
মাদারীপুর সদর উপজেলায় চাঁদা না পেয়ে একদল দুর্বৃত্ত প্রবাসীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় লুটপাট চালানো হয়। হামলায় আহত হয়েছেন পাঁচজন।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ভদ্রখোলা গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী সোহেল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রবাসী সোহেল বেপারী অভিযোগ করে বলেন, ‘আমি বিদেশ থেকে এসে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করি। এ জন্য স্থানীয় জলিল মোল্লা আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন সময় আমাকে ও পরিবারকে হুমকি-ধমকি দিয়েছেন।’
‘আজ জলিল মোল্লার নেতৃত্বে দেলোয়ার বেপারী, বাদশা বেপারী, রুমান বেপারী, আমর বেপারীসহ ৪০-৫০ জনের একটি বাহিনী এসে আমার ও আমার দুই ভাই রুবেল বেপারী ও পারভেজ বেপারীর বসতঘরে হামলা চালায়।’
প্রবাসী সোহেল দাবি করেন, ‘এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ কমপক্ষে ১০ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়। বাধা দিলে আমার মা-বাবাকেও মারধর করে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার কারণে আমাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। চরম নিরাপত্তাহীনতায় মধ্যে আছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, জলিল মোল্লা একাধিক চাঁদাবাজি ও আলোচিত আশরাফ হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।