কালকিনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাঙচুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/08/photo-1462723487.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলায় চতুর্থ দফার ইউপি নির্বাচন শেষে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনায় নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার দুপুরে নির্বাচনী সহিংসকার জের ধরে উপজেলার সিডিখান ইউনিয়নে এচাহাক হাওলাদার, প্রবাসী ইব্রাহিম ও শহিদ হাওলাদারের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং লুটপাট চালানো হয়।
এ ঘটনার জন্য এচাহাক হাওলাদার, ইব্রাহিম ও শহিদ হাওলাদার নির্বাচনে জয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চাঁন মিয়া সিকদারের সমর্থকদের দায়ী করেছেন। তাদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে এবং তাদের গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে।
এদিকে একই সময়ে নবগ্রাম এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্কুলশিক্ষক সুনীল বিকাশ ঢালীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনার জন্য সুনীল বিকাশ ঢালী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী সমির বাড়ৈ ও তাঁর সমর্থকদের দায়ী করেন।
অন্যদিকে কয়ারিয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবলীগ নেতা শামীম জমাদার ও পবিত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তারা দুজনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন সিকদারের সমর্থক। আহতরা এ ঘটনার জন্য নির্বাচনে বিজয়ী প্রার্থী কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লার সমর্থকদের দায়ী করেছেন।
গতকাল শনিবার রাতে উপজেলার শিকারমঙ্গল এলাকার উত্তর ভবানীপুর গ্রামে সাধারণ সদস্য পদে জয়ী সাইদুল হক মৃধার বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী ফজলুল হক মৃধার সমর্থকদের দায়ী করেছেন সাইদুল হক মৃধা।
হামলায় সালাম মৃধা, সবুজ মৃধা, আবুল হাশেম, এমদাদুল, সোহেল, আলাউদ্দিন, মান্নান মৃধার বসত ঘরসহ একটি ব্র্যাক পরিচালিত স্কুল ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ সময় শাহনাজ বেগম, হেনোরা বেগম, ফাতেমা বেগম, তাসলিমা বেগম, ফারজানা বেগমসহ ১০ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্দু বালা বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এলাকায় পুলিশ রয়েছে। এখন পরিস্থিতি শান্ত। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।