বৃহস্পতিবার থেকে রাবির হল বন্ধ
গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১৯ থেকে ২৬ মে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান এ তথ্য জানান।
মশিহুর রহমান বলেন, ‘১৯ মে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। আর ২৭ মে সকাল ৯টায় পুনরায় হলগুলো খুলে দেওয়া হবে। তবে ২৭ মে শুক্রবার হওয়ায় ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ২৮ মে থেকে।’
এর আগে গত ৭ থেকে ২৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম এবং ২০ থেকে ২৬ মে পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও হল বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছিল না কর্তৃপক্ষের। তবে গত সোমবার প্রাধ্যক্ষ পরিষদ হল বন্ধ রাখার ব্যাপারে সুপারিশ করলে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন তা অনুমোদন দেন।

রাবি সংবাদদাতা