রাবির সিনেট অধিবেশন কাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিনেটের ২২তম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকালে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক মশিহুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অধিবেশন শুরু হবে। এই সিনেট অধিবেশনের সভাপতিত্ব করবেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
জনসংযোগ দপ্তরের প্রশাসক আরো বলেন, অভিবেশনে চারটি পর্বে শোক প্রস্তাব, সিনেট সভাপতির বক্তৃতা, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৪ বছর পর গত বছরের ১৮ মে রাবির সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩’ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এ ফোরামের অধিবেশন এ বছরেও অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় সিনেটের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট ক্যাটাগরির ২৫টি পদ মেয়াদ উত্তীর্ণ হয়েছে। রাকসু নির্বাচন না হওয়ায় শূন্য রয়েছে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদ।
তবে স্পিকারের মনোনীত পাঁচজন সংসদ সদস্য সিনেটের সদস্য হিসেবে এই সিনেট অধিবেশনে অংশগ্রহণ করবেন। সিনেট অধিবেশন নিয়মিত করতে সিনেটের বিভিন্ন ক্যাটাগরির বর্তমান সদস্যদের নিয়েই অধিবেশন আহ্বান করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন সিনেটের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট নির্বাচন না হওয়ায় আগের নির্বাচিতদের মধ্যে যাঁরা জীবিত আছেন তাঁদের এবং সিনেটের অন্যান্য ক্যাটাগরির সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ মেনেই এবারের সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘সিনেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আইনসভা। এখানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, আর্থিকসহ সার্বিক বিষয়ের প্রতিবেদন তুলে ধরা হয়।
সিনেটে সদস্য হিসেবে দেশের বিভিন্ন ক্যাটাগরির মানুষের মতামত প্রদানের জায়গা রয়েছে। তাই আমাদের দায়িত্ব সবার মতামত নিয়ে সিনেট অধিবেশনের ধারাবাহিকতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে ত্বরান্বিত করা।

রাবি সংবাদদাতা