হালিশহরে আগুন, পুড়ল ১২ বসতঘর
চট্টগ্রামের হালিশহরে ইসাক ডিপোর পেছনে কুমারপাড়া এলাকায় আগুনে ১২টি বসতঘর পুড়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, একটি চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, নগরের আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শামসুল হক হায়দরী, চট্টগ্রাম