নেত্রকোনায় আগুনে পুড়ে মারা গেছে খামারের ২৯টি ছাগল
নেত্রকোনা সদর উপজেলার বড় কাইলাটি এলাকায় আজ রোববার (১৪ ডিসেম্বর) ভোররাতে তিনটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
নেত্রকোনা সদরের বড়কাইলাটি প্রধান সড়কের পাশে বাদার্স মালটিপারপাস ফার্মের গুদামে লাগা আগুনে পুড়ে মারা গেছে খামারের ২৯টি ছাগল। পুড়ে ছাই হয়ে গেছে ডেইরি, পোলট্রি ও ফিশাড়ি ফার্মের মজুদ রাখা খাবার, খড়, স্যালো মেশিন, ভ্যানগাড়িসহ অন্যান্য মালামাল।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ছাড়াও একই এলাকায় অন্য একটি খড়ের মাচা ও একটি লাকড়ির (জ্বালানি) ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে খামারের মালিক শাহ রফিকুর রহমান এপোলো জানান, খামারে আগুন লাগার ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক বলেন, বিগত ৩০ বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। একই এলাকায় কাছাকাছি সময়ে তিনটি স্থানে আগুন লাগার ঘটনা নাশকতা হতে পাড়ে।

ভজন দাস, নেত্রকোনা