খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/26/photo-1464230431.jpg)
পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল।
‘পার্বত্য-বাঙালি নাগরিক পরিষদ’ ও ‘পার্বত্য-বাঙালি ছাত্র পরিষদ’ এ হরতাল আহ্বান করে।
খাগড়াছড়ি ছাড়াও অপর দুই পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানে চলছে হরতাল।
খোঁজ নিয়ে জানা যায়, হরতালে খাগড়াছড়িতে দূরপাল্লা ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট। তবে হরতালের সমর্থনে কোনো পিকেটিং দেখা যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত ৮ মে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সেনাবাহিনী প্রত্যাহারের ঘোষণা দেন। এর প্রতিবাদে ৯ মে সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে পার্বত্য-বাঙালি সংগ্রাম পরিষদ।