পাংশায় কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলায় রিন্টু (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার পর উপজেলার বিষ্ণুপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে পাংশার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে ওই কিশোর ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করত।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াৎ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
কারা বা কেন তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।