আরো ১০ মামলায় জামিন পেলেন মাহফুজ আনাম
মানহানির ১০টি মামলায় ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ৮ সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে ৮২টি মামলায় জামিন পেলেন মাহফুজ আনাম।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক।
গত সেনা সমর্থিত সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন মানহানিকর উল্লেখ করে দেশের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব মামলা করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংবাদ প্রকাশ নিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সেই সংবাদ প্রকাশ করা ছিল তাঁর ‘বিরাট ভুল’।
এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ৮৩টি মামলা করা হয়।
এর মধ্যে সিলেটে একটি মামলা খারিজ হয়। বাকি ৮২টি মামলার মধ্যে বিচারিক আদালতে ছয়টি এবং হাইকোর্ট থেকে জামিন পান ৬৬টি মামলায়। এরপর এ ৭২টি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মাহফুজ আনাম। গত ১১ এপ্রিল হাইকোর্ট ৭২ মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। এরপর সম্প্রতি বাকি ১০ মামলার জামিন চেয়ে আবেদন জানান মাহফুজ আনাম। মঙ্গলবার এ ১০ মামলায়ও জামিন পান তিনি।