মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিনাজপুরের একটি আদালত।
আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম আহসানুল হক এক এ পরোয়ানা জারি করেন।
অপরাধমূলক ষড়যন্ত্র ও মিথ্যা খবর পরিবেশন করে জনমনে অসন্তোষ সৃষ্টির অভিযোগে গত ১৪ ফেব্রুয়ারি দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে ১২০-এর খ এবং ৫০৫-এর ঘ ধারায় মাহফুজ আমানের বিরুদ্ধে মামলা করেন অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ। এ মামলায় আদালত প্রথমে দুই দফায় মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় আজ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দিনাজপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।
অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ এই তথ্য জানিয়েছেন।