লেকের পাড়ে মিলল দম্পতির লাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/29/photo-1467192899.jpg)
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পাইপাপাড়া এলাকা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে একটি লেকের পাড় থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
ওই দুজন হলেন এনামুল হক (৪৫) ও তাঁর স্ত্রী পারভীন আক্তার (৩৫)। তাঁদের চার ছেলে রয়েছে বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য, গতকাল মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির অর্জুনটিলার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের পাইপাপাড়া এলাকায় ইজারা নেওয়া মাছের লেক দেখতে গিয়েছিলেন ওই দম্পতি। বিকেলের দিকেই তাঁদের হত্যা করা হতে পারে।
কী কারণে দুজনকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব না হলেও জমি-সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
মাটিরাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদৎ হোসেন টিটু বলেন, দুজনের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবু তালেব নামের একজনকে আটক করা হয়েছে।
ওসি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।