মাগুরায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ সোমবার মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ১৪তম বর্ষে পদার্পণে মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় মাগুরা থিয়েটার ইউনিট কার্যালয় চত্বরে এ দোয়া ও ইফতারে সাংবাদিক, কবি-সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে এনটিভির মাগুরার নিজস্ব প্রতিবেদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন থিয়েটার ইউনিটের সহসভাপতি সাইদুর রহমান লিন্টু, ওসমান গ্রুপের সিএফও দীপংকর বিশ্বাস, সাংবাদিক আল এমরান প্রমুখ।
বক্তারা এনটিভির বস্তুনিষ্ট সংবাদ এবং মানসম্মত বিনোদনমূলক অনুষ্ঠান অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখার তাগিদ দেন।