খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/12/photo-1468338251.jpg)
খাগড়াছড়িতে নাশকতার ১০ মামলার আসামি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মিঠুন চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জেলা সদরের অপর্ণা চৌধুরীপাড়ার নিজ বাড়ি থেকে মিঠুনকে গ্রেপ্তার করা হয়।
আটক মিঠুন ইউপিডিএফের অন্যতম সংগঠক বলে জানা গেছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মিঠুন চাকমা। তিনি অগ্নিসংযোগ, বিস্ফোরণসহ নানা নাশকতার সঙ্গে জড়িত।
২০১৩ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যোগদান করতে আসার পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও বাধা দেওয়ার ঘটনায় আটটি থানায় ১৭টি মামলা হয়। এসব মামলায় মিঠুনসহ ইউপিডিএফের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।