মোহাম্মদপুরে ২০ দলের ২১ নেতার বিরুদ্ধে মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/04/photo-1423039844.jpg)
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২০-দলীয় জোটের ২১ নেতা-কর্মীর নামে দুটি মামলা করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এনটিভি অনলাইনকে জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের শেরশাহ সুরি সড়কে হরতালের সমর্থনে নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের দায়িত্বকাজে বাধা দেওয়া এবং বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গতকাল দুপুরে ২০ দলের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রাজীব মিয়া।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আমানউল্লাহ আমান ছাড়াও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী শপুকে মামলা দুটিতে আসামি করা হয়েছে।