চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের টাইগারপাস এলাকায় দুই কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টাইগারপাস এলাকার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এর আগে দুর্বৃত্তরা টাইগারপাস এলাকায় একটি হিন্দু বাড়ি ও মন্দিরে হামলা চালায়।
খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী শহীদুল ইসলাম শামীম এবং এফ আই কবিরের সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে থাকা একই থানার উপপরিদর্শক (এসআই) আনসার আলী জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এ খুনের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা একটি বাড়ি ও একটি মন্দিরে হামলা চালায়।
রাত ১১টায় আনসার আলী আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম