লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়, আগ্নেয়াস্ত্র উদ্ধার
গতকাল শুক্রবার রাতে লক্ষ্মীপুরে সন্ত্রাসী ‘লাদেন মাসুম বাহিনীর’ সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনার পর উদ্ধার করা আগ্নেয়াস্ত্র। ছবি : এনটিভি
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বড়ালিয়া গ্রামে গতকাল শুক্রবার দিবাগত রাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, ‘গত রাতে সন্ত্রাসী লাদেন মাসুমকে ধরতে অভিযান চালায় পুলিশ । এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি এলজি ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।’
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান পুলিশ সুপার জুনায়েত কাউসার।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর