কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী আটক
কুষ্টিয়ার মিরপুরে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারুস সালাম একাডেমি ও ইসলামী আদর্শ স্কুল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় সেখান থেকে কয়েকটি ককটেল, ব্যানার ও লিফলেটও জব্দ করা হয় বলে দাবি করেছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা জানান, আজ বেলা সাড়ে ১১টায় মিরপুরের দারুস সালাম একাডেমি ও ইসলামী আদর্শ স্কুলের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশ। সেখানে বাইরে থেকে তালা লাগানো ও ভেতর থেকে ছিটকিনি দেওয়া একটি কক্ষে ঢুকে পুলিশ ছয়টি ককটেল বোমা, একটি ব্যানার ও ইসলামী আন্দোলনের বিভিন্ন লিফলেটসহ বৈঠক করা অবস্থায় ১৬ জনকে আটক করে। তাদের বাড়ি দেশের বিভ্ন্নি জেলায়। এদের অধিকাংশই শিবিরের নেতাকর্মী ও কয়েকজন জামায়াতের কর্মী। পরে এদের মিরপুর থানায় নেওয়া হয়।
সোহেল রেজা আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা করার জন্য তারা একত্রিত হয়েছিল।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার মিরপুরের মাহফুজুর রহমান, ফরহাদ ও ওসমান আলী, কুমারখালীর রেজাউল করীম ও দৌলতপুরের রশিদুল ইসলাম, বাগেরহাটের শামীম আহম্মেদ ও রহমান, মৌলভীবাজারের শাহীন আহম্মেদ, গোপালগঞ্জের আমজাদ হাওলাদার, হেমানুল ও মোকাররম হোসেন; ঝিনাইদহের মামুন উল হক ও শৈলকুপার গোলাম মস্তফা, রাজবাড়ীর কবীর উদ্দিন ও মোশাররফ পারভেজ।