ইউপি চেয়ারম্যানকে আটকে পুলিশে দিল এলাকাবাসী

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলজুরী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের চাচাতো ভাই। তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট থেকে আর ইউনিয়ন পরিষদে যাননি। দীর্ঘদিন তার অনুপস্থিতির কারণে পরিষদের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান যখন মোহনগঞ্জ থেকে সুয়াইর ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন, তখন নলজুরী এলাকায় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করেন।
সুয়াইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া বলেন, চেয়ারম্যান সেলিম দীর্ঘদিন পরিষদে না আসায় জনগণ ভোগান্তিতে ছিল। বৃহস্পতিবার তিনি কিছু লোক নিয়ে ঝামেলা করার উদ্দেশ্যে পরিষদে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটকে রাখে এবং আমরা পুলিশে খবর দিলে তারা এসে তাকে নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কামরুল হাসান সেলিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাকে আগের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।