বন্ধ থাকবে যেকোনো এলাকার ইন্টারনেট
রাজধানীর যেকোনো স্থানে আজ সোমবার রাতে কিছু সময়ের জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা হবে। এক মহড়ার অংশ হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই সেবা বন্ধ রাখবে।
ভবিষ্যতে গুলশান ও শোলাকিয়ার হামলার মতো বড় ঘটনা ঘটলে যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া যায় সে ব্যবস্থা করতেই এই মহড়ার আয়োজন।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘আজ রাতে রাজধানীর যেকোনো এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হবে। যেকোনো জরুরি অবস্থায় যেন আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোনো এলাকার ইন্টারনেট সেবা বন্ধ করতে পারি সেজন্য আজ অভিজ্ঞতা নেওয়া হবে।’ পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এই ধরনের মহড়া অনুষ্ঠিত হবে বলে জানান ড. শাহজাহান।
গত ১ জুলাই রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে সন্ত্রাসীদের হামলা চলাকালে ওই এলাকার ইন্টারনেট সেবা বন্ধ করতে গিয়ে বিটিআরসিকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। সে কারণেই আজ থেকে এ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।
ইন্টারনেট রেগুলেটরি প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই মহড়ায় বিটিআরসিকে সহযোগিতা করবে।